জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ থেকে বিএড ডিগ্রি নেওয়া শিক্ষকদের বিএড স্কেল সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ উদ্যোগের অংশ হিসেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) অধিভুক্ত কলেজ থেকে বিএড ডিগ্রি অর্জন করা শিক্ষকদের বিএড স্কেল দিতে একটি প্রস্তাবনা তৈরি করেছে। প্রস্তাবনাটি আগামী সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একজন কর্মকর্ততা এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বর্তমানে ২৩টি কলেজ থেকে বিএড ডিগ্রি অর্জন করা শিক্ষকরা বিএড স্কেল পান। ফলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ থেকে ডিগ্রি নেওয়ার পরও অনেক শিক্ষক বিএড স্কেল পান না। বিষয়টি সমাধানে অধিভুক্ত কলেজগুলো থেকে বিএড ডিগ্রি নেওয়া শিক্ষকদের বিএড স্কেল দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্ত বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলো থেকে বিএড ডিগ্রি নেওয়া...