আদালতের আদেশে বাংলাদেশ লেবার পার্টি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেল। দলীয় প্রতীক হিসেবে পেয়েছে আনারস। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দলটিকে নিবন্ধন সনদ দেয় নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ দলটির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের হাতে আনুষ্ঠানিকভাবে দলটির নিবন্ধন সনদ তুলে দেন। সনদে বলা হয়, দ্য রিপ্রেজেন্টেশন অব দ্যা পিপল অর্ডার, ১৯৭২ এর পরিচ্ছেদ ৬/এ’র বিধান অনুযায়ী গত ২৯ মে হাইকোর্ট বিভাগের রায় ও আদেশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ লেবার পার্টিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করা হয়। সনদ গ্রহণ শেষে দলটির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান সংবাদ সম্মেলনে বলেন, দীর্ঘ আইনি লড়াই শেষে আমরা নিবন্ধন পেয়েছি। এই নিবন্ধন লেবার পার্টির জন্য নতুন ধারা সৃষ্টি করবে। আমরা দেশের বৃহত্তর রাজনৈতিক দল বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে ছিলাম। ২০১৮ সালে...