এশিয়া কাপের অঘোষিত ‘সেমিফাইনালে’ আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান। ফাইনালে ওঠার লড়াইয়ে আজ যারা হেরে যাবে তাদের বিদায় নিশ্চিত হয়ে যাবে। আর যারা জিতবে তারা আগামী রোববার ভারতের সাথে ফাইনালে মুখোমুখি হবে। একন কঠিন সমীকরণের ম্যাচে বাংলাদেশ দলকেই এগিয়ে রাখছেন ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক দীনেশ কার্তিক। ক্রিকবাজে ম্যাচের বিশ্লেষণে কার্তিক বলেন, ‘বাংলাদেশ দল এখন দারুণ মেজাজে আছে। আত্মবিশ্বাসী ও ধারাবাহিকভাবে খেলছে। পাকিস্তান অনেক সময় বড় ম্যাচে চাপ সামলাতে পারে না। তাই আমার দৃষ্টিতে এই ম্যাচে বাংলাদেশ এগিয়ে। অভিজ্ঞতা ও ম্যাচে প্রতিরোধ গড়ার দিক থেকে পাকিস্তানের কিছু দুর্বলতা রয়েছে। বিশেষ করে চাপে খেলতে গেলে। এদিকে, বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা সাম্প্রতিক সময়ে বেশ ভালো চমক দেখাচ্ছে।’ এর আগে কার্তিক বাংলাদেশের সম্ভাবনার কথা জানিয়েছিলেন। বাংলাদেশ সেমিফাইনালে উঠতে পারে এমন মন্তব্যও করেছিলেন তিনি।...