বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহাদৎ হোসেন পিস্টনের বিরুদ্ধে মৃত মেম্বারকে জীবিত দেখিয়ে সই জালিয়াতির মাধ্যমে প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টদের ম্যানেজ করে তিনি কয়েক ধাপে এ কাজটি করেছেন। ইউএনও অফিস সূত্রে জানা যায়, উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রকল্পের আওতায় ২০২৪-২৫ অর্থবছরে বিভিন্ন উন্নয়নমূলক কাজের সিদ্ধান্ত নেওয়া হয়। এরমধ্যে পিআইসি প্রকল্পের মাধ্যমে এলাঙ্গী ইউনিয়নে নলডাঙ্গা গ্রামে জামে মসজিদ থেকে জিএম সম্রাটের বাড়ি পর্যন্ত ইটের তৈরি রাস্তার সংস্কার কাজের জন্য ১ লাখ ৬০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। ওই প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি করা হয়েছিল ৭ নম্বর ওয়ার্ডের সদস্য জেল হককে। গত ৩ ফেব্রুয়ারি ইউপি সদস্য জেল হক মারা যান। এ অবস্থায় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহাদৎ হোসেন পিস্টন ২৫ মার্চ অজ্ঞাত ব্যক্তিকে মেম্বার সাজিয়ে উপজেলা প্রকৌশলীর...