রাজবাড়ীর কালুখালীবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো। অবশেষে ঢাকাগামী আন্তঃনগর বেনাপোল এক্সপ্রেস ট্রেন (৭৯৫/৭৯৬) নিয়মিতভাবে কালুখালী রেলওয়ে স্টেশন জংশনে যাত্রাবিরতি শুরু করেছে। বৃহস্পতিবার বিকেল ৫টা ৩৪ মিনিটে প্রথমবারের মতো ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস থামে কালুখালী রেলওয়ে স্টেশনে। এ সময় স্টেশন এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। সকল ধর্ম, বর্ণ ও পেশার মানুষ এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে উপস্থিত ছিলেন। প্রথম যাত্রাবিরতির দিনে যাত্রীদের ফুল দিয়ে বরণ করা হয়। ট্রেনের দায়িত্বপ্রাপ্ত পরিচালক শরিফুজ্জামানসহ কর্মকর্তাদের ফুল ও মিষ্টি খাইয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রতনদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাসেম মণ্ডল, হাজী ওয়াজেদ আলী বিশ্বাস, খোন্দকার মোস্তাফিজুর রহমান, কালুখালী উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রব ও সেক্রেটারি আবু সাঈদ মোল্লা নিলু, কালুখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুস সালাম মণ্ডল, শিক্ষক মাওলানা আ. ওহাব, হানিফ...