পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, রাজধানীতে পরাজিত শক্তি বড়সড় একটি শক্তি প্রদর্শন করতে চেয়েছিল। কিন্তু আমরা সেটিকে প্রতিরোধ করেছি। বৃহস্পতিবার রাজধানীর বাংলাবাজার সর্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি একথা বলেন। বাহারুল আলম বলেন, ‘এখানে এসে আপনাদের মধ্যে যে সুসম্পর্ক দেখলাম, এটা আমাকে চমৎকৃত করেছে। যেভাবে আপনাদের কমিউনিটি যৌথবদ্ধ হয়েছেন, আমার বিশ্বাস অত্যন্ত উৎসবমুখর পরিবেশের মাধ্যমে এবারের পূজার অনুষ্ঠান সম্পন্ন করতে পারব।’ আসন্ন পূজা ঘিরে কোনো ধরনের হুমকি অনুভব করছেন কি না- জানতে চাইলে পুলিশপ্রধান বলেন, ‘আমরা কোনো ধরনের থ্রেট ফিল করছি না। কিন্তু আপনারা জানেন, ছোটখাটো ঘটনা সারাদেশেই ঘটে থাকে। এই প্রস্তুতি পর্বে অনেক জায়গায় শোনা যাচ্ছে- কেউ গিয়ে (প্রতিমার) হাত নষ্ট করে দিচ্ছে, মাথাটা নষ্ট করে দিচ্ছে। আমরা বিভিন্ন জায়গা থেকে এগুলোর খবর পাচ্ছি; সাথে সাথে...