স্থানীয়রা জানান, বৃষ্টির দিনে কাঁচা রাস্তাগুলো কর্দমাক্ত হয়ে যায়। হাঁটাচলা করা তো দূরের কথা, স্কুল-কলেজগামী শিক্ষার্থী থেকে শুরু করে রোগী ও গর্ভবতী নারীকে হাসপাতালে নেওয়ার সময় চরম সমস্যার মুখোমুখি হতে হয়। শুকনো মৌসুমে ধুলাবালিতে নাক-মুখে শ্বাসকষ্টসহ নানা স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়। এলাকার কয়েজন জানান প্রতিবার নির্বাচনের সময় প্রতিশ্রুতি মিললেও কাজের কাজ কিছুই হয়নি। মোলানী পাড়ার বাসিন্দা এক প্রবীণ ব্যক্তি বলেন, ‘আমরা বহু বছর ধরে এই সড়ক পাকাকরণের দাবি জানাচ্ছি। গ্রামের প্রায় দশ হাজার মানুষ প্রতিদিন এ রাস্তায় চলাচল করে। কিন্তু এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এটা আমাদের জন্য খুব কষ্টকর। স্থানীয় শিক্ষার্থীরা বলেন, ‘প্রতিদিন স্কুলে যেতে খুব কষ্ট হয়। বর্ষায় কাদা আর শুকনো মৌসুমে ধুলার কারণে আমাদের পড়াশোনায় প্রভাব পড়ে।’ অবিলম্বে এই সড়কগুলো পাকা করার দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ। তাদের মতে,...