গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১৯:৩১:৪২ NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। নাটোর:নাটোরের গুরুদাসপুরের পোয়ালশুড়া-পাটপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও ধানসিঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ দীর্ঘদিন ধরে জলাবদ্ধতায় পরিণত হয়েছে।এতে শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসীর ভোগান্তির শেষ নেই। বৃহস্পতিবার দুপুরে মাঠ সংস্কারের দাবিতে মানববন্ধন করেন তারা। শিক্ষার্থীরা জানান, সামান্য বৃষ্টিতেই মাঠ ডুবে যায় পানিতে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় প্রায় ছয় মাস মাঠে স্থায়ী জলাবদ্ধতা বিরাজ করে।গরমে জমে থাকা পানি পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছে, মশা-মাছির উৎপাত বেড়ে যাচ্ছে। ফলে নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ। প্রতিদিন কাদাপানি মাড়িয়ে ক্লাস করতে হচ্ছে তাদের।মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জিয়াউর রহমান, প্রধান শিক্ষক আব্দুল আলীম, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্জুয়ারা খাতুন, প্রাক্তন শিক্ষার্থী রকি ও স্বপন আলী।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা...