১৭ সেপ্টেম্বর শুরু হওয়া বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩০তম আসর শেষ হচ্ছে ২৬ সেপ্টেম্বর। সমাপনী অনুষ্ঠানের একদিন আগে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় দেয়া হলো ‘বুসান ভিশন অ্যাওয়ার্ডস’ । ‘ভিশন এশিয়া’ বিভাগে ছিলো ১১টি সিনেমা, এরমধ্যে প্রথমবারের মতো ‘জুলাই মেমোরিয়াল প্রাইজ’ জিতে নিলো এমিল আতাগেল্ডিজেভ ও এরকে জমাকমাতোভা নির্মিত মঙ্গোলিয়ার সিনেমা ‘কুরাক’। উৎসবে বিশেষ অতিথি হিসেবে যোগ দিয়েছেন বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তার হাত থেকেই এই পুরস্কার গ্রহণ করেন নির্মাতা এরকে জমাকমাতোভা। ফারুকী এই মুহূর্তটি নিজের ফেসবুকে শেয়ার করে লিখেছেন, “বাংলাদেশের জুলাই আন্দোলনের চেতনা স্মরণে চালু হওয়া প্রথম ‘জুলাই মেমোরিয়াল প্রাইজ’ মঙ্গোলিয়ার ‘কুরাক’ ছবিকে দেওয়া হলো। তারা আরও একটি পুরস্কারও অর্জন করেছে। ইন্দোনেশিয়ার ছবি ‘অন ইয়োর ল্যাপ’ চারটি পুরস্কার অর্জন করেছে। বাকি পুরস্কারগুলো কোরিয়া,...