নিউইয়র্কে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন কসোভোর রাষ্ট্রপতি ভজোসা ওসমানি সাদ্রিউ। বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করার আহ্বান জানিয়েছেন কসোভোর প্রেসিডেন্ট। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে বুধবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কের একটি হোটেলে এ বৈঠক হয়। বৈঠকে অভিবাসন, দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, ব্যবসা-বাণিজ্য এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে প্রেসিডেন্ট ভজোসা ওসমারি সাদ্রিউ বাংলাদেশের সঙ্গে কয়েকটি বাণিজ্য ও অর্থনৈতিক চুক্তি স্বাক্ষরের প্রস্তাব দেন। বিশেষ করে টেক্সটাইল খাতে একটি দ্বিপাক্ষিক চুক্তির পরামর্শ দেন। টেক্সটাইল খাতে সহযোগিতার উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে বলেও মনে করেন তিনি। অর্থনৈতিক সম্ভাবনাগুলো অন্বেষণ করতে প্রধান উপদেষ্টা কসোভোর একটি বাণিজ্যিক প্রতিনিধি দলকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান। তিনি দুই দেশের মধ্যে নিয়মিত যুব...