কথোপকথনে হাসানুল হক ইনুকে বলতে শোনা যায়, ‘হ্যাঁ জঙ্গি হামলাই হইছে। এই কার্ডটা খেলব আমরা।’ অপর পাশ থেকে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, ‘সবাইকে বলা হইছে, যেখানে যে কয়টা পাবে ধরে ফেলবে। যেখানেই গ্যাদারিং দেখবে সেখানেই ওই উপর থেকে মারবে।’ শুধু তাই নয়, বিএনপি-জামায়াতকে নাশকতাকারী ট্যাগ দিয়ে প্রোপাগান্ডা ছড়িয়ে দেওয়ার ষড়যন্ত্রের প্রমাণও পাওয়া যায় কল রেকর্ডে। ইনুকে বলতে শোনা যায়, ‘যাত্রাবাড়িতে যারা মিছিল লিড করছে সেগুলা চিহ্নিত ছাত্রদল বিএনপির ছেলেরা। আমি বলব, সরকারের সঙ্গে কোটা আন্দোলনকারীদের কোনো বিরোধ নাই। সরকারের সঙ্গে বিরোধ হচ্ছে নাশকতাকারী বিএনপি-জামায়াতের। ঘর থেকে বের হলেই গুলি হবে, গুলি শব্দ বলব না। আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ কথোপকথনে ইনুকে আরও বলতে শোনা যায়, ‘এই জিনিসটা প্রোপাগান্ডায় আনতে হবে। গণমাধ্যম দিয়ে আমরা পুরা নিউজে ফ্লাড করে দিলাম।’ গতকাল...