ডেনমার্কের বিমানবন্দরের ওপর দিয়ে ওড়ানো ড্রোনগুলো কোনো ‘পেশাদার গোষ্ঠীর’ কাজ বলে মনে হচ্ছে বলে জানিয়েছে সে দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে এর সঙ্গে রাশিয়ার জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি। এক সপ্তাহের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার এমন ঘটনায় দেশটির বিমান চলাচল ব্যহত হলো। গতকাল বুধবার সন্ধ্যায় আলবর্গ বিমানবন্দরের আকাশে সবুজ আলো দেখা যাওয়ার পর কয়েক ঘণ্টা বিমানবন্দরের কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। বিলুন্ড বিমানবন্দরও কিছুক্ষণের জন্য বন্ধ ছিল। আরও তিনটি ছোট বিমানবন্দর থেকেও ড্রোন উড়তে দেখা গেছে বলে খবর পাওয়া গেছে। এর আগে গত সোমবার ড্রোন ওড়ার কারণে কোপেনহেগেন বিমানবন্দরও সাময়িকভাবে বন্ধ ছিল। ডেনমার্কের প্রতিরক্ষামন্ত্রী ট্রোয়েলস লুন্ড পলসেন সংবাদ সম্মেলনে বলেন, এই ‘হাইব্রিড অ্যাটাক পরিকল্পিত অভিযানের’ অংশ বলে মনে হচ্ছে। তবে তিনি জানান, ড্রোনগুলো স্থানীয়ভাবেই ওড়ানো হয়েছে। ‘হাইব্রিড অ্যাটাক’...