তিনি বলেন, বাদীর করা নারাজি আবেদন আদালত খারিজ করে চার্জশিট গ্রহণ করেন। চার্জশিটে মোট ১২৮ জনকে সাক্ষী করা হয়েছে, যাদের মধ্যে ২৮ জন সাধারণ নাগরিক, ৯৯ জন পুলিশ সদস্য এবং একজন চিকিৎসক রয়েছেন।আদালত সূত্র জানায়, শুরুতে নিহতের ভাই শফিকুল ইসলাম ৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৩০০-৪০০ জনকে আসামি করে মামলা করেছিলেন। পরে চান্দগাঁও থানার উপ-পরিদর্শক মো. ফয়সাল গত জুলাইয়ের শেষ সপ্তাহে ২৩১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।এ মামলায় এখন পর্যন্ত ৮৪ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন গত ২ আগস্ট জানিয়েছিলেন যাদের সম্পৃক্ততা পাওয়া গেছে কেবল তাদের নামেই অভিযোগপত্র দেওয়া হয়েছে।চার্জশিটে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, সাবেক দুই সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন...