আদালতের হাজতখানা থেকে এজলাসে তোলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য বিএম কবিরুল হক মুক্তি। রাজধানীর গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় মুক্তিসহ দুইজনকে আদালতে হাজির করা হয়।বৃহস্পতিবার (২৫ সেপ্টম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ’র আদালত রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে এ মামলায় তাদের ছয়দিন করে রিমান্ড দেন। রিমান্ডে যাওয়া অপর আসামি হলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মো. মোজাম্মেল হক (৬৭)।এদিন আদালতের হাজতখানা থেকে এজলাসে তোলার সময় জয় বাংলা স্লোগান দেন কবিরুল হক মুক্তি। আবার রিমান্ড মঞ্জুর শেষে হাজতখানায় প্রবেশ করানোর সময়ও মুক্তিসহ কয়েকজন আওয়ামীপন্থি আইনজীবী জয় বাংলা স্লোগান দেন।এদিন আসামিদের আদালতে উপস্থিত করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক মো....