কাস্টমস হাউসের সুরক্ষিত গুদাম থেকে ৫৫ কেজি স্বর্ণ চুরি নয়, আত্মসাত হয়েছে। পুলিশের তদন্ত সংস্থা পিবিআই এর তদন্তে এমন তথ্য উঠে এসেছে। এ ঘটনায় নতুন করে আত্মসাতের মামলা করবে দুর্নীতি দমন কমিশন-দুদক। যার তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঢাকা কাস্টমস হাউসের সুরক্ষিত গুদাম থেকে ৫৫ কেজি স্বর্ণ গায়েবের ঘটনা ঘটে প্রায় দুই বছর আগে। বিষয়টি সামনে আসার পর এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি চুরির মামলা করে ঢাকা কাস্টমস হাউস। প্রাথমিকভাবে চার গুদাম কর্মকর্তাকে আটক করে পুলিশ। পরে মামলা যায় ডিবিতে। সবশেষ, মামলাটি পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো-পিবিআই এর কাছে হস্তান্তর করা হয়। দুই দফায় আসামিদের রিমান্ডেও নেয় পিবিআই। যদিও, সাময়িক বরখাস্ত হওয়া এসব কর্মকর্তারা এখন জামিনে রয়েছেন। অপরাধীদের চিহ্নিত করে পিবিআইও তদন্ত রিপোর্ট জমা দিয়েছে। পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা...