চট্টগ্রাম:বিপ্লব উদ্যানের উন্নয়নকাজে কোনো ধরনের বাধা দেওয়া হলে তা জনগণের স্বার্থবিরোধী কর্মকাণ্ড হিসেবে বিবেচিত হবে বলে মন্তব্য করেছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নগরের দুই নম্বর গেইটের বিপ্লব উদ্যানে সবুজায়ন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সেক্ষেত্রে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে মেয়র বলেন, বিপ্লব উদ্যান একটি ঐতিহাসিক স্থান। এখানেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭১ সালের ২৫ মার্চ উই রিভোল্ট বলে মুক্তিযুদ্ধ ঘোষণা করেছিলেন।তাই এটিকে রমনা পার্কের আদলে একটি নির্মল সবুজ পার্ক হিসেবে সাজানো হবে, যেখানে শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষ অবসর সময় কাটাতে পারবেন। পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা ডিজিটাল আকারে সংরক্ষণ করা হবে, যাতে নতুন প্রজন্ম ইতিহাস জানতে পারে। চট্টগ্রামের উন্নয়নে নগর সরকার দরকার মন্তব্য করে মেয়র...