রাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাসে অজ্ঞান পার্টির কবলে পড়ে মো. মোখলেসুর রহমান (৪০) নামে এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। ঢাকা মিডক্যাল কলেজ (ঢামেক) পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক মৃত্যুর তথ্য জানান। মোখলেসুর রহমান নড়াইলের লোহগড়া থানার হানদোলা গ্রামের মো. আব্দুল মান্নানের ছেলে। মৃতের আত্মীয় নাজির মোল্লা জানান, মোখলেসুর পেশায় কাপড় ব্যবসায়ী। নড়াইল থেকে ঢাকায় আসেন মালামাল কিনতে। যাত্রাবাড়ী থেকে মাধবপুর যাওয়ার পথে বাসে এক হকার আচার বিক্রি করছিল। মোখলেসুর ওই হকারের কাছ থেকে আচার ও পানি কিনে খান। এরপর তিনি অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন। এ সময় হকারটি দ্রুত বাস থেকে নেমে যায়। পরিস্থিতি দেখে বাসচালক গাড়ি থামিয়ে মোখলেসুরকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার...