বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন ঘিরে উত্তাপ বাড়ছে দিন দিন। ইতোমধ্যে প্রার্থীদের পক্ষ-বিপক্ষে নানা আলোচনা-সমালোচনা চলছে ক্রিকেট অঙ্গনে।এর মধ্যেই হঠাৎ একযোগে ফেসবুকে একইরকম পোস্ট দিলেন কয়েকজন ক্রিকেটার। সৌম্য সরকার, তাইজুল ইসলাম, মুমিনুল হক, ইরফান শুক্কুর ও মোহাম্মদ মিঠুন তাদের ব্যক্তিগত ফেসবুক পেজে হুবহু একই লেখা পোস্ট করেছেন। পোস্টে তারা লিখেছেন, ‘বিসিবি নির্বাচন ঘিরে যা যা হচ্ছে, এসব কখনোই কাম্য নয়। এটা বাংলাদেশ ক্রিকেট ও ক্রিকেটারদের ভবিষ্যতের ব্যাপার। আমরা চাই, বিসিবি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ...