এশিয়া কাপের সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান। এই ম্যাচটি প্রতিবেশী দুই দেশের জন্যই ‘অঘোষিত’ সেমিফাইনাল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য আজকের ম্যাচে যারা জিতবে তারা সরাসরি ফাইনালে চলে যাবে। সুপার ফোরে তিন ম্যাচের মধ্যে দুই দল ইতোমধ্যে দুটি করে ম্যাচে খেলে, একটিতে জয় পেয়ে ২ পয়েন্ট নিয়ে ফাইনালের পথেই আছে। আজ সুপার ফোরে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে যারা জিতবে তারা সরাসরি ফাইনালে চলে যাবে। সুপার ফোরে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে ইতোমধ্যে ফাইনালে খেলা নিশ্চিত করেছে ভারত। আগামী রোববার রাত সাড়ে ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি শুরু হবে। সেই ম্যাচে ভারতের বিপক্ষে কারা ফাইনালে খেলবে আজ বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে তা চূড়ান্ত হবে। আজ যারা জিতবে তারা ফাইনালে সঙ্গী হিসেবে ভারতকে পাবে। বাংলাদেশের তুলনায় পাকিস্তান যোজন যোজন ব্যবধানে...