তিনি জানান, স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ ও কমিউনিটি নেতাদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এ উদ্যোগ পরিচালিত হবে, যাতে দীর্ঘমেয়াদে এর কার্যকারিতা ও স্থায়িত্ব নিশ্চিত হয়। এ উদ্যোগ সম্পূর্ণ অলাভজনক ও স্বেচ্ছাসেবামূলক। তপন চৌধুরী বলেন, ‘স্যামসান এইচ চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে আমাদের দীর্ঘমেয়াদি একটি পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে একটি মোবাইল হাসপাতাল উদ্বোধন করা হবে।’ তিনি আরো বলেন, ‘বাংলাদেশের বেশির ভাগ মানুষ স্যামসন এইচ চৌধুরীর নাম শুনেছেন। আমরা যারা এ বৃহত্তর পরিবারের সন্তান, আমাদের প্রতিদিনের কাজের মধ্যেই তার চিন্তাধারা প্রতিফলিত হয়। আমাদের সব প্রতিষ্ঠানেই তার আদর্শ ও চিন্তাধারা প্রতিফলিত হচ্ছে।’ স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জানান, দেশব্যাপী মোবাইল স্বাস্থ্যসেবার গাড়িটি মুভ করবে। বিশেষ করে ঢাকা ও তার আশপাশের নিম্ন মধ্যবিত্ত মানুষের জন্য হাসপাতালটি কাজ করবে। এছাড়া শিল্পাঞ্চলগুলোয়, বিশেষ করে পোশাক খাতের শ্রমিকদের স্বাস্থ্যসেবা দেয়া হবে।...