নিজের মেয়ের লাশ দুই দশক ধরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলেন এক মা। এ ঘটনায় পুলিশ ৭৫ বছর বয়সি ওই মাকে গ্রেফতার করেছে। ঘটনার স্বীকারোক্তিও দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জাপানি পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। এর আগে, গত ২৩ সেপ্টেম্বর জাপানের ইবারাকি প্রিফেকচারে (রাজধানী টোকিওর উত্তর-পূর্বের এলাকা) ওই নারীর বাড়ির ডিপ ফ্রিজার থেকে প্রাপ্তবয়স্ক এক নারীর লাশ উদ্ধার করা হয়। স্থানীয় পুলিশের একজন মুখপাত্র নাম প্রকাশ না করার শর্তে জানান, বাড়িটি কেয়কো মোরি নামক ওই বয়স্ক নারীর। গ্রেফতারকৃত মোরি পুলিশকে বলেছেন, লাশটি তার মেয়ে মাকিকোর। তার জন্ম ১৯৭৫ সালে। যদি তিনি জীবিত থাকতেন তাহলে আজ তার বয়স হতো ৫০ বছর। ওই পুলিশ কর্মকর্তা জানান, লাশটি অনেকাংশেই পচে গিয়েছিল। তবে মৃত্যুর কারণ নির্ধারণে ময়নাতদন্ত করা হবে।আরও পড়ুনআরও...