কুষ্টিয়ার কুমারখালীতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় ৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে ফুটবল, ভলিবল, সাঁতার ও দাবা খেলায় উপজেলার অন্তত ৪২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দিনব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি। খেলাগুলো অনুষ্ঠিত হয় কুমারখালী এম এন পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে। বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান।...