১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিসংগ্রামে বাঙালিদের সঙ্গে কাঁধে কাধ মিলিয়েই যুদ্ধ করেছেন আদিবাসী জনগোষ্ঠীর মানুষেরাও। বাংলাদেশ নামের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন তারা। কিন্তু স্বাধীনতা লাভের পর আদিবাসীদের অধিকার বাস্তবায়নে কতটা আন্তরিক ছিল স্বাধীন রাষ্ট্র বা ইতিহাসে তাদের অবদানের কথা কতটুকু উঠে এসেছে— তা জানাতেই তৃণমূলের আদিবাসী মুক্তিযোদ্ধাদের কথা কিছুটা তুলে ধরছি। কথা হয় মুক্তিযোদ্ধা ভদ্র ম্রংয়ের সঙ্গে। তার বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার রাংরাপাড়া গ্রামে। একাত্তরে তিনি ছিলেন দশম শ্রেণির ছাত্র। আলাপচারিতায় মুক্তিযুদ্ধে যুক্ত হওয়া প্রসঙ্গে তিনি বললেন যেভাবে, “মুক্তিযুদ্ধ তখন শুরু হয়ে গেছে। পরিবারসহ আমরা চলে যাই ভারতে, বাগমারা শরণার্থী ক্যাম্পে। ওখানে খাবারের কষ্ট ছিল খুব। তবুও কষ্ট করে থেকেছি। কিন্তু এভাবে আর কতদিন? দেশকে তো মুক্ত করতে হবে। বন্ধুরা মিলে সিদ্ধান্ত নিলাম যুদ্ধে যাওয়ার। ট্রেনিংয়ের জন্য নাম লেখাই প্রথমে...