এখন প্রতি মাসে তিনশো কোটি সক্রিয় ব্যবহারকারী রয়েছে ফটো শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রামের। বুধবার ইনস্টাগ্রামের মূল কোম্পানি মেটার সিইও মার্ক জাকারবার্গ মাসিক ব্যবহারকারীর সংখ্যা উল্লেখ করে নিজের ইনস্টাগ্রাম চ্যানেলে লিখেছেন, “আমরা এখানে কী অসাধারণ এক কমিউনিটি গড়ে তুলেছি!” এ সংখ্যা ফটো শেয়ারিং অ্যাপটির জন্য বড় এক সাফল্য, যেটি মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা ২০১২ সালে একশ কোটি ডলারে কিনেছিল বলে প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি। মেটা শেষবার ইনস্টাগ্রামের ব্যবহারকারীর সংখ্যা বলেছিল ২০২২ সালের অক্টোবরে। ওই সময় জাকারবার্গ আয়ের এক বৈঠকে বলেছিলেন, দুইশো কোটি মাসিক ব্যবহারকারীর সংখ্যা পার করেছে অ্যাপটি। ২০২৪ সালের এপ্রিলে মেটা বলেছিল, প্রতি তিন মাস অন্তর অন্তর আর ফেইসবুকসহ নিজেদের অন্যান্য অ্যাপের মোট মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা প্রকাশ করবে না তারা। এরপর থেকে কেবল দৈনিক ব্যবহারকারীর সংখ্যা প্রতি...