বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন ঘিরে নাটকীয়তা দিন দিন বাড়ছে। গেল এক মাস ধরে প্রতিদিনই নতুন নতুন ইস্যু সামনে আসছে। সর্বশেষ নির্বাচনের তফসিল ঘোষণার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে, যা যেন টেলিভিশনের ধারাবাহিক নাটকের দৃশ্যকেও ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবার ছিল কাউন্সিলরদের বিরুদ্ধে প্রার্থিতার আপত্তি শুনানি। সেখানে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তামিম বলেন,“আমি তো ফিয়ারলেসভাবে চেষ্টা করছি। চাপ আমার ওপর অনেক আছে। কালকে আমার কাউন্সিলরশিপও বাতিল হয়ে যেতে পারে। কোর্টে রিট হতে পারে, মামলাও হতে পারে। কেন হবে, আপনারা খুব ভালো করেই জানেন।” তিনি জানান, গত ৫-৬ বছর ধরে চট্টগ্রামের স্থানীয় শতদল ক্লাব তিনি নিজে পরিচালনা করছেন। এছাড়া আরও দুটি দলের কমিটিতেও তিনি জড়িত। তাই কাউকে তার সংগঠক হওয়ার বিষয়টি অস্বীকার করার সুযোগ...