কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কবে নাগাদ ক্যান্সারের চিকিৎসা বের করতে পারবে সেই বিষয়ে ধারণা দিয়েছেন চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই প্রধান স্যাম অল্টম্যান। তিনি বলেছেন, এআই যে গতিতে এগুচ্ছে তা দেখে মনে হচ্ছে এআই খুব শিগগিরই ক্যান্সারের চিকিৎসা বের করতে পারবে। মঙ্গলবার ‘অ্যাবান্ডান্ট ইন্টেলিজেন্স’ শিরোনামের এক ব্লগ পোস্টে এ প্রযুক্তি বিলিয়নেয়ার বলেছেন, ১০ গিগাওয়াট কম্পিউটিং শক্তি থাকলে এআই এমন এক পর্যায়ে পৌঁছাবে, যেখানে বিশ্বের সবচেয়ে বড় কিছু সমস্যার সমাধান করতে পারবে এটি। অল্টম্যান বলেছেন, তার কোম্পানি এমন এক কারখানা গড়ার পরিকল্পনা করছে, যা প্রতি সপ্তাহে এক গিগাওয়াট পরিমাণ নতুন এআই অবকাঠামো তৈরি করবে। এরপরও ১০ গিগাওয়াট কম্পিউটিং শক্তির মাত্রায় পৌঁছাতে কয়েক বছর সময় লাগতে পারে। “এআই যদি সেই পথেই এগোয় যেমনটি আমরা ভাবছি তবে অবিশ্বাস্য অনেক কিছু সম্ভব হয়ে উঠবে। “১০ গিগাওয়াট...