খবর টি পড়েছেন :২৯৯শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে স্বাস্থ্যসেবার মানোন্নয়নসহ নানা সার্বিক বিষয় পরিদর্শন করেছে স্বাস্থ্য সেবা পর্যবেক্ষণ সংক্রান্ত কমিটি। ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে জেলা সদর হাসপাতালের স্বাস্থ্য সেবা পর্যবেক্ষণ সংক্রান্ত কমিটির আহবায়ক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের নেতৃত্বে ওই পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।পরিদর্শনকালে তিনি হাসপাতালের স্বাস্থ্য সেবার মান, রোগীদের জন্য সুবিধাজনক পরিবেশ, চিকিৎসক ও নার্সদের কার্যক্রম, ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের পর্যাপ্ততা এবং অন্যান্য সেবা প্রদানের মান পর্যবেক্ষণ করা হয়।কমিটি কর্মকর্তাগণ হাসপাতালের প্রশাসন ও স্টাফদের সঙ্গে আলোচনা করে সেবার উন্নয়ন ও রোগীদের সন্তুষ্টি বৃদ্ধির জন্য প্রয়োজনীয় সুপারিশ প্রদান করেন।ওইসময় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আহসান হাবিব হিমেলসহ হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও নার্সগণ উপস্থিত ছিলেন। শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে স্বাস্থ্যসেবার মানোন্নয়নসহ নানা সার্বিক বিষয় পরিদর্শন করেছে...