আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও জনগণের সমন্বিত প্রচেষ্টার ওপর জোর দিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। তিনি বলেছেন, সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের অগ্রাধিকার। পূজা মণ্ডপগুলোতে সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে প্রশাসন, মন্দির কমিটি ও স্থানীয়দের একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় করণীয় ঠিক করতে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে সভার আয়োজন করে ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়। রেঞ্জ কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। এতে ভার্চুয়ালি ঢাকা রেঞ্জের আওতাধীন প্রতিটি জেলার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি...