বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম বলেছেন, পিআর পদ্ধতি নিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে। যারা করছে, তারাও জানেন এই পদ্ধতি বাংলাদেশের জন্য গ্রহণযোগ্য নয়। তা সত্ত্বেও একটি চক্র দেশের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। জাতীয় প্রেসক্লাবে ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে উপলক্ষে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সোসাইটি অফ ফার্মাসিস্ট আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. রফিক এসব কথা বলেন। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বলেন, ইসরায়েলসহ যে দেশগুলোতে পিআর পদ্ধতি আছে, সেখানেও এটি বিতর্কিত। আপনি আপনার ভোট দিয়ে যে প্রতিনিধিকে নির্বাচন করবেন, তার নিজ এলাকায় কাজ করার সুযোগ না থাকলে সেই পদ্ধতি গ্রহণযোগ্য হতে পারে না। ডা. রফিক আরও বলেন, জুলাই অভ্যুত্থানের সময় আমরা যারা জেলে ছিলাম তারা তো তখন পিআর পদ্ধতির কথা বলেননি! এ পদ্ধতিতে নির্বাচনের দাবি তোলা...