ঢাকার দোহারে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করার পর স্বামীও মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিলাসপুর ইউনিয়নের কুতুবপুর এলাকার আলম খার চক গ্রামে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। নিহতরা হলেন জয়গুন বেগম (৪০) ও তার স্বামী আয়ুব আলী হাওলাদার (৫৫)। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তাদের দাম্পত্য জীবনে অশান্তি চলছিল। বৃহস্পতিবার দুপুরে এ নিয়ে পুনরায় ঝগড়ার এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে আয়ুব আলী হাতে থাকা ছুরি দিয়ে জয়গুনকে এলোপাতাড়ি আঘাত করেন। জীবন বাঁচাতে জয়গুন ধস্তাধস্তি করলেও শেষ পর্যন্ত প্রাণে বাঁচতে পারেননি। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুজনকেই উদ্ধার করে হাসপাতালে নেন। দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক জয়গুনকে মৃত ঘোষণা করেন। আয়ুব আলীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় নেওয়া হচ্ছিল, কিন্তু পথেই মৃত্যু হয়। নিহত জয়গুনের ছোট ভাই মো. সেলিম বেপারী...