২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৩ পিএম | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৩ পিএম আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে ব্রাজিল দলে নেইমারকে অন্তর্ভূক্ত করার জন্য কোচ কার্লো আনচেলত্তির প্রতি অনুরোধ জানিয়েছেন দেশটির সাবেক তারকা রোনালদো। ১২৮ আন্তর্জাতিক ম্যাচে ৭৯ গোল করা ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা নেইমার ২০২৩ সালের অক্টোবর থেকে জাতীয় দলের বাইরে রয়েছেন। হাঁটুর গুরুতর ইনজুরির কারণে তিনি দল থেকে ছিটকে পড়েন। সউদী পেশাদার ক্লাব আল হিলালে ইনজুরির কারণে খুব একটা সুবিধা করতে পারেননি নেইমার। জানুয়ারিতে শৈশবের ক্লাব সাও পাওলোতে ফিরে আসার পরও বেশ কয়েকবার চোটের কারণে ছিলেন মাঠের বাইরে। আনচেলত্তির অধীনে এ পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে ব্রাজিল। কিন্তু কোন দলেই জায়গা হয়নি নেইমারের। সেলেসাওদের হয়ে দুইবার বিশ্বকাপ জয় করা রোনালদো সাও পাওলোতে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে নেইমার প্রসঙ্গে...