২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২০ পিএম | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২০ পিএম জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এক গুরুত্বপূর্ণ বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভারতের বিরুদ্ধে কড়া সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেন, বাংলাদেশের গণঅভ্যুত্থানকে ভারত ইতিবাচকভাবে নেয়নি, যার ফলে দু’দেশের সম্পর্কের মধ্যে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে ভারত সম্পর্কে নানা মন্তব্য করেন ড. ইউনূস। সার্জিও গোরকে স¤প্রতি ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে ড. ইউনূস বলেন, ‘গত বছর ছাত্রদের আন্দোলন ভারত পছন্দ করেনি। ফলে আমাদের সম্পর্কের মধ্যে সমস্যা তৈরি হয়েছে। ভারতীয় মিডিয়াগুলো ভুয়া খবর ছড়িয়েছে, যা পরিস্থিতিকে আরো জটিল করেছে। তারা প্রচার করেছে যে, গণবিপ্লবটি ছিল একটি ইসলামী আন্দোলন’।...