জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’র নতুন সিজনের শুটিং চলছে কক্সবাজারে। এতে অংশ নিচ্ছেন পাশা ভাই চরিত্রের জনপ্রিয় অভিনেতা মারজুক রাসেল। তবে কাজে বাগড়া দিচ্ছে টানা বৃষ্টি। এতেই বিরক্ত হয়েছেন তিনি। সেই বিরক্তি নিয়ে বৃষ্টির উপর ক্ষোভ ঝাড়লেন কবিতার মাধ্যমে। ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের পরিচালক কাজল আরেফিন অমি তার ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানেই মারজুক রাসেলকে কবিতা শোনাতে দেখা গেল। সেই কবিতা দিয়ে অনলাইনজুড়ে হাস্যরসের জন্ম দিয়েছেন মারজুক রাসেল। প্রায় ২৫ হাজারেরও বেশি রিয়েক্ট পড়া রিল ভিডিওটি দেখেছেন কয়েক লাখ দর্শক। এই অভিনেতা ও কবি অমির পোস্ট করা ভিডিওতে বলেন, ‘বৃষ্টি তোমার গুষ্টি... অন্য কোথায় পড়ো / আমাদের দুপুরটাকে কেন নষ্ট করো!’ শুটিং ইউনিটের সবাই বৃষ্টিতে নাজেহাল হলেও রাসেলের কৌতুকপূর্ণ মন্তব্য মুহূর্তটিকে করে তোলেছে উপভোগ্য। মেসজীবনের নানা টানাপোড়েন, হাসি-কান্না, প্রেম,...