আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন বয়সি ভোটারদের ওপর জরিপ চালিয়েছে ‘ইনোভেশন কনসাল্টিং’ নামে একটি প্রতিষ্ঠান। জরিপের তথ্যে উঠে এসেছে গত ৬ মাসে দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর জনমত কার বেড়েছে কার কমেছে। সেই সঙ্গে আগামী নির্বাচনে কোন দল সরকার গঠনে এগিয়ে, কোন দল পিছিয়ে। জনমত জরিপ বলছে, ৪১.১ শতাংশ ভোটার বিএনপিকে সমর্থন করছে। জামায়াতে ইসলামীকে ৩০.৩, কার্যক্রম স্থগিত ঘোষিত আওয়ামী লীগ ১৮.৮ এবং এনসিপির সমর্থন ৪.১ শতাংশ। তবে আওয়ামী লীগ নির্বাচনে না এলে বিএনপির সমর্থন বেড়ে ৪৫.৬ এবং জামায়াতের ৩৩. ৫ শতাংশে দাঁড়াবে। এই জনমত জরিপে দেখা গেছে গত ছয় মাসে বিএনপির সমর্থন বেড়েছে। জামায়াতের কমেছে। আরও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিও মানুষের সহানুভূতি বেড়েছে। জরিপ বলছে, চলতি বছরের মার্চে বিএনপির ভোট ছিল ৪১ দশমিক ৭ শতাংশ। চলতি মাস...