মাদককাণ্ডে শাহরুখপুত্র আরিয়ান খানের গ্রেফতারকে ব্যঙ্গ করে এবং নিজেকে নেতিবাচকভাবে উপস্থাপন করায় আইনি পদক্ষেপ নিলেন প্রাক্তন এনসিবি অফিসার সমীর ওয়াংখেড়ে। ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’ নির্মাণ ও প্রচারের দায়ে তিনি দিল্লি হাইকোর্টে মানহানির মামলা করেছেন। মামলায় বিবাদী করা হয়েছে শাহরুখ ও গৌরী খানের মালিকানাধীন রেড চিলিজ এন্টারটেইনমেন্ট, ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স এবং সংশ্লিষ্ট আরও কয়েকজনকে। সমীরের দাবি, ‘দ্য ব্যাডস অব বলিউড’ নামের সিরিজটি তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে বানানো হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, মামলায় তিনি আদালতের কাছে স্থায়ী ও বাধ্যতামূলক নিষেধাজ্ঞা চেয়েছেন, যাতে ভবিষ্যতে তার চরিত্র নিয়ে এমন কোনো কনটেন্ট প্রচার করা না হয়। পাশাপাশি ২ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি। সেই অর্থ ক্যানসার রোগীদের চিকিৎসায় দান করার কথাও উল্লেখ করেছেন ওয়াংখেড়ে। ১৮ সেপ্টেম্বর থেকে নেটফ্লিক্সে স্ট্রিম...