সম্প্রতি নতুন বিতর্কে জড়িয়েছেন ঢালিউডের তারকা জুটি অনন্ত জলিল ও বর্ষা। সুখী দম্পতি হিসেবে পরিচিত এই জুটির বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের হয়েছে। তবে তাদের দাবি—এটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। বিষয়টি নিয়ে গণমাধ্যমে অনন্ত জলিল বলেন, “আমার ও বর্ষার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমাদের চরিত্র হননের জন্যই এসব করা হচ্ছে। আমরা আইনি ব্যবস্থা নিচ্ছি, মানহানির মামলা করব।”আরো পড়ুন:কাঁদলেন, কাঁদালেন এফডিসির খোরশেদশাহরুখ পুত্রের ওয়েব সিরিজ: সেই ওয়াংখেড়ের মামলা গত ২০ আগস্ট রাব্বি টেক্সটাইল নামের একটি রপ্তানিমুখী পোশাক কারখানার স্বত্বাধিকারী ইলিয়াস মিয়া মামলা দায়ের করেন। মামলার আসামির তালিকায় রয়েছেন— এ জে আই গ্রুপের এমডি অনন্ত জলিল, তার স্ত্রী আফিয়া নুসরাত বর্ষা, এবি অ্যাপারেলস লিমিটেডের মার্চেন্ডাইজার আকরাম, মুনির ও কামরুল। অভিযোগে বলা হয়, ২০১৯ সালের ৪ আগস্ট বুকিংয়ের...