বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন ঘিরে চলছে টানটান পরিস্থিতি। আগামীকাল ঘোষণা করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।এর আগে প্রকাশিত খসড়া তালিকায় বাদ পড়েছে ১৫টি ক্লাবের কাউন্সিলর এবং ৬ জেলা থেকে আসেনি কোনো প্রতিনিধির নাম। সেই সঙ্গে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের প্রার্থিতাও প্রশ্নের মুখে। তামিমকে নিয়ে আপত্তি উঠেছে, তিনি আনুষ্ঠানিকভাবে অবসর নেননি। ফলে কাউন্সিলর হওয়ার যোগ্যতা নিয়েই প্রশ্ন তোলা হয়েছে। তবে তামিম মনে করেন, তার প্রার্থীতা নিয়ে কোনো সন্দেহ থাকার কথা নয়। তিনি বর্তমানে দুটি ক্লাবের কমিটিতে কাজ করছেন এবং একটি ক্লাব নিজেও পরিচালনা করেন। বৃহস্পতিবার মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তামিম বলেন, ‘আপনারা গঠনতন্ত্রটা বের করে দেখেন, সেখানে সাবেক ক্রিকেটার লেখা আছে। কিন্তু সাবেক ক্রিকেটার মানে কী এটা কি কোথাও ব্যাখ্যা করা আছে যে আমাকে অফিসিয়ালি অবসরের ঘোষণা দিতেই হবে?’...