খাগড়াছড়ি: অনার্স ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও আর্থিক অনিশ্চয়তার কারণে ভর্তি হতে পারছিলেন না খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার সাইংগত্তলি পাড়ার শিক্ষার্থী উক্রাচিং মারমা। ঠিক সেই সময় পাশে দাঁড়ায় বসুন্ধরা শুভসংঘ। বুধবার (২৪ সেপ্টেম্বর) বসুন্ধরা শুভসংঘ খাগড়াছড়ি জেলা শাখার বন্ধুরা উক্রাচিং মারমার হাতে ভর্তির টাকা তুলে দেন। এতে তার উচ্চশিক্ষার পথে আর্থিক বাধা দূর হয়। আর্থিক সহায়তা দেওয়ার সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি পিয়াপ্রু মারমা, সাধারণ সম্পাদক নিঅং মারমা, সাংগঠনিক সম্পাদক সাচিংমং মারমা, প্রচারণা ও প্রকাশনা সম্পাদক রাপ্রুচাই মারমা (সিজি), কর্ম ও পরিকল্পনা সম্পাদক নুনুপ্রু মারমা এবং সদস্য সালাঅং মারমা। বসুন্ধরা শুভসংঘ পার্বত্য চট্টগ্রাম অঞ্চল সমন্বয়ক ও বান্দরবান জেলা শাখার সভাপতি উয়ই সিং মার্মা বলেন, “শিক্ষা হলো উন্নয়নের চাবিকাঠি। কোনো মেধাবী শিক্ষার্থীকে যেন অর্থাভাবে পড়ালেখা বন্ধ করতে না হয়,...