২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৫ পিএম | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩১ পিএম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, একটি পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার ভিত্তি প্রায় সম্পূর্ণ। অন্তর্বর্তী সরকারের সক্রিয় সহযোগিতা ও সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী আমরা অগ্রসর হচ্ছি একটি যুগপৎ প্রশাসনিক দ্বৈত কাঠামো অবসানের পথে। এর মাধ্যমে বিচার বিভাগের প্রকৃত স্বায়ত্তশাসন নিশ্চিত হবে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বরিশালে সুপ্রিম কোর্ট এবং ইউএনডিপির যৌথ উদ্যোগে ‘বাংলাদেশে বিচারিক স্বাধীনতা ও দক্ষতা’ শীর্ষক এক বিভাগীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে সাতটি বিভাগীয় এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। প্রধান বিচারপতি বলেন, এক বছর আগে ২১ সেপ্টেম্বর বিচার বিভাগ সংস্কারে যে রোডম্যাপ ঘোষণা করা হয়, সেটা এখন বাস্তবে রূপ নিয়েছে। এর...