সাভারের হেমায়েতপুরের গোয়ালপাড়া এলাকায় চাঁদাবাজি প্রতিরোধে প্রতিবাদ করায় স্থানীয় বিএনপি নেতার ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত তিনজন। বর্তমানে তারা এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।আহতরা হলেন—স্থানীয় বিএনপি নেতা মো. বাহারাইন ওরফে বাহারন বাদশা (৪৫), তার ভাতিজা নাঈম (৩৫) এবং গ্যারেজ ম্যানেজার সিফাত (২৫)।অভিযোগকারী বাহারন বাদশা জানান, বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তার ভাতিজা নাঈমের অটো গ্যারেজের সামনে দুজন যুবক মাতাল অবস্থায় এসে চাঁদা দাবি করে এবং জোরে হর্ন বাজাতে থাকে। চাঁদা দিতে অস্বীকার এবং হর্ন বাজানো বন্ধ করতে বললে তারা ম্যানেজার সিফাতকে এলোপাতাড়ি মারধর করে। এ সময় বাধা দিতে গেলে তারা নিজেদের মোশারফ বাহিনীর লোক পরিচয় দিয়ে সরে যায়।পরে কিছুক্ষণের মধ্যেই মোশারফের ছোট ভাই রাসেলের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল অতর্কিত হামলা...