বগুড়ার সারিয়াকান্দিতে চার বছরের শিশু মেহেদী হাসান ডোবার পানিতে ডুবে মারা যায়নি। খেলা নিয়ে শিশুদের মধ্যে ঝগড়ার প্রতিশোধ নিতে তাকে নির্মমভাবে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। গ্রেফতার প্রতিবেশী সুইটি বেগম (২৩) এ বিষয়ে বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বৃহস্পতিবার বিকালে সারিয়াকান্দি থানার ওসি জামিরুল ইসলাম এ তথ্য দিয়েছেন। তিনি জানান, আদালত নির্দেশ দিলে শিশুটির লাশ কবর থেকে তোলা হবে। পুলিশ, এলাকাবাসী ও মামলা সূত্র জানায়, বগুড়ার সারিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে আরিফ হোসেন প্রায় ছয় বছর আগে পার্শ্ববর্তী নারচী ইউনিয়নের কুপতলা মধ্যপাড়া গ্রামের জাহাঙ্গীর মোল্লার মেয়ে মিষ্টি আক্তারকে বিয়ে করেন। তাদের সংসারে শিশু মেহেদী হাসানের জন্ম হয়। দাম্পত্য কলহে গত এক বছর আগে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর মিষ্টি আক্তার ঢাকায় গার্মেন্টে চাকরিতে...