বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন আগামী ৬ অক্টোবর। এতে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এই নির্বাচনকে সামনে রেখে অনেক কিছুই হচ্ছে। আগেও নির্বাচনের কম-বেশি নেতিবাচক কর্মকাণ্ড হয়েছে। তবে এবার নোংরামির মাত্রা আগের যেকোনো সময়কে ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বিসিবি নির্বাচনে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) খসড়া ভোটার তালিকার আপত্তির ওপর শুনানি ছিল। তামিম ইকবালের কাউন্সিলরশিপের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে অভিযোগকারী শুনানিতে আসেননি। শেষ পর্যন্ত তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেয়নি নির্বাচন কমিশন। আপাতত নির্বাচনে সাবেক এই অধিনায়কের অংশ নেওয়া নিয়ে সংশয় নেই। ঢাকা প্রিমিয়ার লিগের সর্বশেষ আসরের সুপার লিগে খেলা ‘গুলশান ক্রিকেট ক্লাব’কে রাখা হয়নি বিসিবি নির্বাচনের ভোটার তালিকায়। ওই ক্লাবের সহ-সভাপতি তামিম ইকবাল। শুনানি শেষে তামিম...