চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এতে কেন্দ্রীয় সংসদে ৪১৫, হল সংসদে ৪৭৩ ও হোস্টেল সংসদে ২০ প্রার্থীসহ মোট ৯০৮ প্রার্থী চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে চাকসু নির্বাচন কমিশনার ও সদস্য সচিব অধ্যাপক এ কে এম আরিফুল হক সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেন।প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশের পাশাপাশি খসড়া ভোটার তালিকাও প্রকাশ করা হয়েছে।চাকসুর অফিসিয়াল ওয়েবসাইটে প্রাপ্ত তথ্য অনুযায়ী, চাকসুর কেন্দ্রীয় সংসদে ২৬টি পদে লড়বেন মোট ৪১৫ প্রার্থী। তাদের মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ২৪, সাধারণ সম্পাদক (জিএস) পদে ২২, এজিএস পদে ২১, খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে ১২, সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক ১৪, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে ১৭, সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে ১৫, দপ্তর সম্পাদক পদে ১৭...