সম্মিলিত প্রচেষ্টায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।বুধবার (২৪ সেপ্টেম্বর) বান্দরবান পার্বত্য জেলা ও কক্সবাজার জেলায় স্থানীয় পূজা উদযাপন কমিটি, মঠ-মন্দিরের প্রতিনিধি এবং সনাতনী সমাজের সঙ্গে বিএনপির মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।মাহবুবের রহমান শামীম বলেন, শারদীয় দুর্গোৎসব বাংলাদেশের সার্বজনীন উৎসব। আবহমানকাল থেকে শারদীয় দুর্গাপূজা বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশে উদযাপিত হয়ে আসছে। এ উৎসব উদযাপনের মাধ্যমে মানুষে মানুষে নিবিড় বন্ধন তৈরি হয়, সমাজের সব মানবসৃষ্ট ভেদাভেদ ও বৈষম্য দূরীভূত হয় এবং সবার মধ্যে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগরিত হয়। হিন্দু মুসলিম বৌদ্ধসহ সকল ধর্মের মানুষ এই সার্বজনীন অনুষ্ঠানে অংশগ্রহণ করে। একজন অন্যজনকে সহযোগিতা করে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসব দেশব্যাপী আনন্দমুখর পরিবেশ ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে...