এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করার লক্ষ্যে আজ রাতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তবে তার আগেই ফুটবলে সুখবর পেয়ে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা। সেটাও পাকিস্তানের বিপক্ষেই। যেখানে তাদের ২-০ গোলে হারিয়ে অনূর্ধ্ব-১৭ সাফ যুব চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে গেছে বাংলাদেশ দল। আজ বৃহস্পতিবার বিকালে কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। যেখানে ম্যাচের মাত্র ৪ মিনিটেই দুই গোলে এগিয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। গোল দুটি করেছেন অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল ও অপু রহমান। পাকিস্তানি গোলরক্ষক সামার রাজ্জাক ও ডিফেন্ডারদের ভুলের সুযোগ দারুণ ভাবে কাজে লাগিয়ে গোল দুটি করেছে বাংলাদেশ। এদিন ম্যাচের তৃতীয় মিনিটে পাকিস্তানের বক্সের ভেতর বল ক্লিয়ার করতে ব্যর্থ হন ডিফেন্ডাররা। এসময় বল যায় দলটির গোলকিপার সামার রাজ্জাকের কাছে। তবে তিনি ধীরগতিতে গড়িয়ে আসা বল তালুবন্দি করতে ব্যর্থ হন।...