তামিম ইকবালের কাউন্সিলরশিপের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ করেছিলেন যিনি, তাকেই পাওয়া যায়নি নির্বাচন কমিশনের শুনানিতে। শেষ পর্যন্ত তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেয়নি নির্বাচন কমিশন। বিসিবি নির্বাচনে সাবেক এই অধিনায়কের অংশ নেওয়া নিয়ে তাই আপাতত কোনো সংশয় নেই। বিসিবি নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশের পর বুধবার একটি আপত্তিপত্র জমা পড়ে ওল্ড ডিওএইচএস ক্লাবের কাউন্সিলর তামিমের বিরুদ্ধে। কানাডাপ্রবাসী সাবেক ক্রিকেটার হালিম শাহর স্বাক্ষরিত অভিযোগে দাবি করা হয়, আইসিসি স্বীকৃত ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে অবসর না নেওয়ায় বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী তামিম কাউন্সিলর হতে পারেন না। তিনি ওল্ড ডিওএইচএস ক্লাবের কেউ নন এবং তাকে ক্লাবের কাউন্সিলর করার কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানানো হয় অভিযোগপত্রে। তবে এ দিনই হালিম শাহ বিভিন্ন সংবাদমাধ্যমে জানান, এই ধরনের কোনো অভিযোগ তিনি করেননি এবং তিনি এসবের কিছুই জানেন না।...