খবর টি পড়েছেন :২৫২আজ একই দিনে বাংলাদেশ দুইবার পাকিস্তানের মুখোমুখি হচ্ছে। রাতে এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ অলিখিত সেমিফাইনাল। যারা জিতবে তারাই ফাইনাল খেলবে৷ ক্রিকেটের আগেই শ্রীলঙ্কার কলম্বোতে সাফ অ-১৭ ফুটবল টুর্নামেন্টে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ।ম্যাচের চার মিনিটের মধ্যে বাংলাদেশ দুই গোলের লিড নেয়। তৃতীয় মিনিটে পাকিস্তানের গোলরক্ষক সতীর্থ ডিফেন্ডারকে বল দেওয়ার সময় বাংলাদেশের ফরোয়ার্ড কেড়ে নেন। এরপর গোলরক্ষক আরেক দফা বল গ্রিপে ব্যর্থ হন। তখন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল বলের নিয়ন্ত্রণ নিয়ে কাটিয়ে গোল করেন।প্রথম গোলে পাকিস্তানের গোলরক্ষক ও ডিফেন্ডারদের দায় বেশি ছিল। তবে এক মিনিট পর বাংলাদেশের ফরোয়ার্ড অপু দুর্দান্ত গোল করেন। ডান প্রান্তে অপু পাকিস্তানের দুই ফরোয়ার্ডকে পেছনে ফেলে বক্সে প্রবেশ করেন। কোনাকুনি জোরালো শটে বল জাড়ে জড়ান।ম্যাচের বাকি সময় দুই দলই আক্রমণ...