স্থানীয়রা জানান, আওয়ামী লীগ সরকারের পতনের পর গত একবছর তিনমাস ধরে এই শিল্পাঞ্চলের কাজ বন্ধ। এর কারণ ঠিকাদার পালিয়ে গেছেন। আবার জনবলও নিয়োগ হয়নি। বরাদ্দ দেওয়া হয়নি প্লট। ফলে শুরুতেই মুখ থুবড়ে পড়েছে রাউজান বিসিক শিল্পনগর। ২০২২ সালে ৩৫ একর জমিতে রাউজান বিসিক শিল্পনগর নির্মাণের কাজ শুরু হয়। শিল্পনগরে ১৮৪টি শিল্প প্লট তৈরির কাজ চলছিল। ৭০ হাজার মানুষের কর্মসংস্থান হওয়ার কথা। হযরত গোফুর আলী বোস্তামী এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান শিল্পনগর ভরাট, সীমানা প্রাচীর নির্মাণ, তোরণ নির্মাণ ও তিনতলা বিশিষ্ট অফিস ভবন নির্মাণের কাজ পেয়েছিল। ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। গতবছরের ৫ আগস্ট থেকে তিনি আত্মগোপনে। তবে তার আগেই জুলাই মাসে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ বুঝিয়ে দিয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ...