যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প নিউ ইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যোগ দিতে গিয়ে কিছু বিড়ম্বনায় পড়ার পর ‘তিনটি নাশকতার’ অভিযোগ তুলে সেগুলোর তদন্ত দাবি করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট উল্লেখ করেন, তিনি ও ফার্স্ট লেডি ম্যানিলা ট্রাম্প একটি এসকেলেটরে ওঠার পর হঠাৎ করেই সেটি থেমে যায়, তিনি বক্তব্য রাখার সময় একটি টেলিপ্রম্পটারে সমস্যা দেখা দেয় আর এরপর অডিটোরিয়ামের অডিও বন্ধ হয়ে যায়। জাতিসংঘের কর্মকর্তারা জানিয়েছেন, অডিও সিস্টেমটি অনূদিত বক্তৃতা ইয়ারফোনের মাধ্যমে শোনার জন্য নকশা করে তৈরি করা। এর আগে জাতিসংঘ জানিয়েছিল, ট্রাম্পের এক ভিডিওগ্রাফার এসকেলেটরে উল্টো দিক করে ওঠার সময় সম্ভবত একটি নিরাপত্তা ব্যবস্থা সচল হয়ে উঠেছিল আর তাতেই সেটি বন্ধ হয়ে যায়। আর যে টেলিপ্রম্পটারের কথা বলা হচ্ছে তা মার্কিন প্রতিনিধি দলের ছিল। বিবিসি জানায়,...