সাফ অনূর্ধ্ব–১৭ ফুটবলের সেমিফাইনালে পাকিস্তানকে ২–০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে বাংলাদেশের ২ গোলের একটি করেন অধিনায়ক নাজমুল হুদা, আরেকটি অপু রহমান। একই মাঠে আজই রাত আটটায় দ্বিতীয় সেমিফাইনালে ছয়বারের চ্যাম্পিয়ন ভারতের প্রতিপক্ষ নেপাল। এই ম্যাচের জয়ী দলের সঙ্গে আগামী শনিবার শিরোপার লড়াইয়ে নামবে বাংলাদেশ। আজ প্রথমার্ধে এক মিনিটের ব্যবধানেই ২ গোল করেছে বাংলাদেশ। ওই এক মিনিটেই যেন লন্ডভন্ড পাকিস্তান। ম্যাচের তৃতীয় মিনিটে প্রতিপক্ষ গোলকিপারের হাত ফসকানো বল সহজেই জালে জড়ান নাজমুল হুদা। এক মিনিট পর ডান প্রান্ত দিয়ে বক্সে ঢোকার মুখে লম্বা শটে ব্যবধান দ্বিগুণ করেন অপু। দ্রুত ২ গোল খেয়ে রক্ষণভাগে পাহারা বাড়ায় পাকিস্তান। বাংলাদেশ অবশ্য আক্রমণের গতি কমায়নি। বিরতির পরও নিয়মিত সুযোগ তৈরি করে। ৪৯ মিনিটে রিফাত কাজীর শট কোনোমতে বাইরে ঠেলে দেন...